ঈশ্বরমূল , মণিরাজ

ঈশ্বরমূলদুর্লভ গাছ ঈশ্বরমূল!
ফুলের নাম- ঈশ্বরমূল, মণিরাজ
বৈজ্ঞানিক নাম- Aristolochia indica
পরিবার- Aristolochiaceae
অন্যান্য নাম- Indian birthwort, pipevine, Dutchman’s pipe প্রভৃতি।

ছোট আকারের লতানো গাছ। শক্ত কান্ডের উপরিভাগ খুব নরম। যেকোনো অবলম্বন পেলে খুব দ্রুত বেড়ে ওঠে এই লতানো গাছটি। ফুলগুলো দেখলে মনে হয় ফনা তোলা সাপ। বাগানগুলোতে সহজে এর দেখা মিলে না, তবু খুজতে থাকলে হয়তো একদিন দেখা পেয়েও যেতে পারেন।

ঈশ্বরমূল ভেষজগুণসম্পন্ন। সাপ বা বিষাক্ত পোকা-মাকড়ের কামড়ে আক্রান্তস্থানে পাতা বেটে প্রলেপ দিলে উপকার পাওয়া যায়।

homeopathybd
ঔষধি গাছ সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন ।

Leave a comment

online partners namaj.info bd news update 24 _Add
.