উলট চণ্ডাল

এই ফুলের নামঃ অগ্নিশিখা / উলট চন্ডাল অন্যান্য স্থানীয় নামঃ Flame lily; glory lily, Kari hari, Gloriosa lily বৈজ্ঞানিক নামঃ Gloriosa superba পরিবারঃ Liliaceae (Lily family) এই ফুলটি (Gloriosa superba) একেবারে সংক্ষিপ্ত সময়ের অতিথি হয়ে আসে আমাদের প্রকৃতিতে। তবে গাছটির মূল ও পাতাকে যে পরিমাণ বিষাক্ত মনে করা হয়, আদতে পরিমাণটা সেই রকম কিছু নয়, জীবাণুনাশক গুণটাই মুখ্য। বরং চমত্কার ওষুধিগুণের জন্য ব্যাপক আদৃত। মধুপুরের বন ও উপকূলীয় অঞ্চলে প্রাকৃতিকভাবেই জন্মে। গাছ লতানো, পাতার আগা আকর্ষীতে রূপান্তরিত। তা দিয়েই আশ্রয় বেয়ে ওঠে। পাতা লম্বা, বোঁটাহীন, বিন্যাস বিপ্রতীপ। ফুল গ্রীষ্মের শেষে ও বর্ষায়, ফোটে কাক্ষিক মঞ্জরিতে, এক বা একাধিক, গন্ধহীন, প্রথমে হলুদ, পরে কমলা ও লাল, পাপড়ি ছয়। ওপরের দিকে উলটানো, কিনার কুঁচকান, ছয় সেন্টিমিটার লম্বা। শরতে শুকিয়ে শীতে মরে যায়, গ্রীষ্মে আবার গুচ্ছমূল থেকে নতুন চারা গজায়।

বিষাক্ত অংশঃ ফল, বীজ, এই গাছের সমন্ত অংশ বিষাক্ত।

বিষক্রিয়ার ধরনঃ 

গ্লিরোয়াস সুপারবা ব্যবহার করা হয় আর্থ্রাইটিস, গিট, রিউম্যাটিজম, প্রদাহ, আলসার, চর্মরোগ, কুষ্ঠ, সাপের কামড়, ক্ষতিকারক, গনোরিয়া, বন্ধ্যাত্ব, খিঁচুনি, পেটে ব্যথা, ক্যান্সার, গলা ও স্ক্রফুলা।

গ্লোরোয়াস সুপারবা কিছু পশুদের ক্যান্সারের চিকিৎসার জন্য পশুচিকিত্সা ঔষধ ব্যবহার করা হয়।

তেলের সাথে মিশ্রিত লিফ অণু দিনে দুইবার প্রয়োগ করা হয় যার ফলে বাতের সংক্রমণে আক্রান্ত ব্যাকটেরিয়া ব্যথা হ্রাস করে

homeopathybd
ঔষধি গাছ সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন ।

Leave a comment

online partners namaj.info bd news update 24 _Add
.