নিঃসঙ্গতা দূর করবে গার্লফ্রেন্ড কোট !

সারাদিন এটা সেটা কাজ করার পর ক্লান্ত হয়ে পর একা থাকতে খুব কম মানুষেরই ভালো লাগে। এ নিঃসঙ্গতা দূর করতে জাপানের সুকুবা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ‘গার্লফ্রেন্ড কোট’ নামে বিশেষ এক ধরনের কোট উদ্ভাবন করেছে। তাদের দাবি, এ কোটটি মানুষের নিঃসঙ্গতার অনেকটাই কাটিয়ে দেয়।

কোটটিতে এক বিশেষ ধরনের নিয়ন রঙের বেল্ট রয়েছে, যা ব্যবহারকারী তার কোমরে বাঁধবেন। বেল্টটি পরিধান করলে মনে হবে, কেউ যেন পেছন থেকে জড়িয়ে ধরেছে। কোটটির উপরের দিকে একটি হেডফোন আছে। এটি কোট পরিহিত ব্যাক্তিকে মেয়েলি কণ্ঠে ‘আমি দুঃখিত’ বা ‘আমার দেরি হয়ে গেছে’ ধরনের মান ভাঙানো কথা শোনাবে।

জাপানি ভাষায় ‘রিয়াইয়ু কোট’ নামের এ গার্লফ্রেন্ড কোটটি মানুষের একাকিত্ব দূর করবে বলে দাবি করেছেন উদ্ভাবকদের একজন হার্ডওয়্যার প্রকৌশলী হিকারু সুগিউরা। গবেষকদের দাবি, এটি এমন একটি জিনিস, যা ইন্টারনেটের বাইরেও মানুষের ব্যক্তিগত জীবনকে সুখী করবে।

homeopathybd
ঔষধী গাছ

Leave a comment

namaj.info bd news update 24 short film bd _ Add
. -
*** নিজে সুস্থ থাকি , অন্যকে সুস্থ রাখি । সাস্থ্য ও চিকিৎসা বিষয়ে যে কোন প্রশ্ন থাকলে জানাতে পারেন ! হোমিওপ্যাথি বিডি.কম একটি ফ্রী হোমিওপ্যাথি চিকিৎসার জন্য তৈরী বাংলা ব্লগ সাইট । ***