Category Archives: পেট

Colic (পেট ব্যথা, শূলবেদনা) ঃ- পেট ব্যথা বলতে পেটের ভেতরে থাকা পাকস্থলী, নাড়িভুড়ি, লিভার, কিডনী, পেনক্রিয়াস, প্লীহা, গলব্লাডার ইত্যাদি অঙ্গ-প্রত্যঙ্গের ব্যথাকে বুঝায়। পক্ষান্তরে ফুসফুস এবং হৃৎপিন্ডের ব্যথাকে বলা হয় বুকের ব্যথা। পেটের ব্যথারও সুনির্দিষ্ট কোন ঔষধ নেই। বরং ব্যথার ধরণ, ব্যথার কারণ, ব্যথার লক্ষণ ইত্যাদি বিবেচনা করে ঔষধ খেতে হবে।

Caladium seguinum

Caladium seguinum : গুড়া কৃমি ছোট মেয়েদের যৌনাঙ্গে ঢুকে উৎপাত সৃষ্টি করলে ক্যালাডিয়াম খাওয়াতে ভুলবেন না।

সিনা – Cina

Cina : বদমেজাজী শিশুদের কৃমির সমস্যায় সিনা একটি শ্রেষ্ট ঔষধ। শিশুরা আঙুল দিয়ে নাক খোচাতে থাকে এবং ঘুমের মধ্যে দাঁত কটমট করে।

স্যাবাডিলা – Sabadilla officinarum

Sabadilla officinarum : স্যাবাডিলাকে বলা যায় কৃমির সবচেয়ে উৎকৃষ্ট একটি ঔষধ। স্যাবাডিলা ঔষধটি ছোট মেয়ে শিশুদের খাওয়ানো উচিত নয়; কেননা সেবাডিলা ঔষধটি খাওয়ার পরে কৃমিরা পাগলের মতো দৌঁড়াতে শুরু করে এবং এসময় তারা মেয়েদের যোনী এবং জরায়ুতে ঢুকে পড়ে মারাত্মক বিপদের সৃষ্টি করতে পারে।