Category Archives: জলবসন্ত

Chicken pox (নোমতি, পানিবসন্ত, জলবসন্ত) : এই রোগে পিঠে, বুকে, মুখে, ঘাড়ে, হাত-পায়ে পানি ভর্তি ফোস্কা ওঠে। তবে ফোস্কা ওঠার কয়েকদিন পূর্ব থেকে হালকা জ্বর, মাথা ব্যথা, শরীর ম্যাজমেজ করা, বমিবমি ভাব ইত্যাদি থাকতে দেখা যায়। এসব ফোস্কাতে ভীষণ চুকানি থাকে। এই রোগ বাচ্চাদের মধ্যে বেশী দেখা যায় এবং সরাসরি স্পর্শ ও হাঁচি-কাশির মাধ্যমে ছড়ায়।

Mercurius solubilis – মার্ক সল

মার্ক সল ঔষধটি পানি বসন্তের শেষের দিকে খাওয়াতে হয়, যখন ফোষ্কা উঠা শেষ হয়ে যায় এবং পাকতে শুরু করে। এটি ফোস্কাতে পূঁজ হওয়া বন্ধ করে এবং এন্টিবায়োটিকের মতো ফোষ্কা শুকিয়ে আরোগ্য করে। ইহার প্রধান প্রধান লক্ষণ হলো প্রচুর ঘাম হয় কিন্তু রোগী আরাম পায় না, ঘামে দুর্গন্ধ বা মিষ্টি গন্ধ থাকে, রোগী ঠান্ডা পানির খাওয়ার জন্য পাগল, রোগের উৎপাত রাতের বেলায় বেড়ে যায়, মুখ থেকে লালা ঝরে ইত্যাদি।

Mercurius solubilis – যে ফোড়া বা ঘায়ে পুঁজ হয়ে গেছে, তাতে মার্ক সল প্রযোজ্য। মার্ক সলের ব্যথা রাতের বেলা বৃদ্ধি পায়। দাঁতের মাড়িতে ঘা বা ফোড়া হলে মার্ক সলের কথা এক নাম্বারে চিন্তা করতে হবে। মার্ক সল নিম্নশক্তিতে খেলে সেটি ফোড়াকে পাকিয়ে সারাবে আর উচ্চশক্তিতে খেলে না পাকিয়ে সারিয়ে থাকে।

Rhus toxicodendron – রাস টক্স

রাস টক্স পানিবসন্তের একটি ভালো ঔষধ। ইহার প্রধান প্রধান লক্ষণ হলো প্রচণ্ড অস্থিরতা, রোগী এতই অস্থিরতায় ভোগে যে এক পজিশনে বেশীক্ষণ সিহর থাকতে পারে না, রোগীর শীতভাব এমন বেশী থাকে যে তার মনে হয় কেউ যেন বালতি দিয়ে তার গায়ে ঠান্ডা পানি ঢালতেছে, নড়াচড়া করলে তার ভালো লাগে অর্থাৎ রোগের কষ্ট কমে যায়, জ্বালাপোড়া, চুলকানি ইত্যাদি। রাস টক্স খাওয়ার সময় ঠান্ডা পানিতে গোসল বা ঠান্ডা পানিতে গামছা ভিজিয়ে শরীর মোছা যাবে না। এতে ঔষধের একশান নষ্ট হয়ে যায়।

Antimonium tartaricum – এন্টিম টার্টের

এন্টিম টার্টের কাশির প্রধান লক্ষণ হলো কাশির আওয়াজ শুনলে মনে হয় বুকের ভেতর প্রচুর কফ জমেছে কিন্তু কাশলে কোন কফ বের হয় না। রেগে গেলে অথবা খাওয়া-দাওয়া করলে কাশি বেড়ে যায়। জিহ্বায় সাদা রঙের মোটা সতর পড়বে, শরীরের ভেতরে কাঁপুনি, ঘুমঘুম ভাব এবং সাথে পেটের কোন না কোন সমস্যা থাকবেই। কাশতে কাশতে শিশুরা বমি করে দেয় এবং বমি করার পর সে কিছুক্ষণের জন্য আরাম পায়। শ্বাস নিতে কষ্ট হওয়ার কারণে নাকের পাখা দ্রুত উঠানামা করতে থাকে।

Antimonium tartaricum –  এন্টিম টার্ট চিকেন পক্সের জন্য একেবারে স্পেসিফিক ঔষধ। ইহার প্রধান প্রধান লক্ষণ হলো যে-কোন রোগের সাথে পেটের কোন না কোন সমস্যা থাকবেই, জিহ্বায় সাদা রঙের মোটা স্তর পড়বে, বমি বমি ভাব, দুর্বলতা, শরীরের ভেতরে কাঁপুনি, ঘুমঘুম ভাব, বুকের ভেতরে প্রচুর কফ ইত্যাদি ইত্যাদি।

সরাসরি online থেকে ঔষধ ক্রয় করুন !