• ad-5
    হোমিওপ্যাথি বিডি.কম ওয়েব সাইটে আপনি কি নতুন ? তা হলে এখানে ক্লিক করুন । হোমিওপ্যাথি বিডি.কম সাইট থেকে উপাজিত অর্থের এক অংশ গরীব দূঃখীদের জন্য ব্যায় করা হয় । একটি ফ্রী হোমিওপ্যাথি চিকিৎসার জন্য তৈরী বাংলা ব্লগ সাইট ।

মানব শরীরের ১০ টি রহস্য

এই পোষ্টটি সংরক্ষণ করা অথবা পরে পড়ার জন্য নিচের Save to Facebook বাটনে ক্লিক করুন ।

আমাদের শরীর মানে মানবদেহ অনেক জটিল একটা যন্ত্র। জানেন কি আমাদের এই মানব দেহ শত শত রহস্যে ভরপুর আর রয়েছে অসাধারন কিছু ফ্যাক্ট্স। সেরকমই ১০ টি ফ্যাক্ট্স নিয়ে এই পোস্ট।
১০. মানবদেহের প্রতিটি অনু কয়েক বিলিয়ন বছরের পুরোন এবং আমাদের দেহের ৭০ ভাগ পানীয় উপাদান দিয়ে গঠিত।
৯. ১৮ বছরের পর আমাদের মগজ আর বাড়ে না আর এই বয়সের পরে এমনকি আমরা ১০০০টি পর্যন্ত ব্রেইন সেল হারাতে পারি। আমাদের মগজ পুরো শরীরের শতকরা ২ ভাগ ওজন নেই আর আমাদের শতকরা ২০ ভাগ শক্তি যায় ব্রেইনের পেছনে। আমাদের ব্রেইন কখনও রেস্ট নেয় না, অবিরত চলতে থাকে এমনকি আমরা যখন ঘুমিয়ে থাকি তখনও। এই সময় আমাদের ব্রেইন ঘুন থেকে উঠার পরে ঠিক ভাবে ব্যবহারের জন্য নিজেকে প্রস্তুত করে। ৮
৮. আমাদের এই আজব দেহ যন্ত্র সারা জীবন ১০,০০০ গ্যালন পর্যন্ত লালা তৈরী করে।
৭. চোখের পলক না ফেলে আপনি কখনও হাচি দিতে পারবেন না – এটি একেবারে অসম্ভব ব্যাপার এবং হাচির সবর্োচ্চ গতি ১৭৫ কিমি/ঘন্টা হতে পারে।
৬. সারা জীবন আমরা সবর্োচ্চ ৪০ পাউন্ড পর্যন্ত চামড়া ফেলে দেই অথর্াত চামড়া বদ্লায়।
৫. আপনি কখনও একসাথে গিলতে এবং নিশ্বাস নিতে পারবেন না। যদিও একটি বাচ্চা ৯ মাস বয়স পর্যন্ত এই কাজটা করতে পারে।
৪. হাই তোলার আসল কারন হলো এটি আপনার ব্রেইনকে ঠান্ডা করে। মগজে বাতাসের প্রবাহ সঞ্চালন করে। হাই তোলা এমন একটটি ব্যাপার যা আপনি ইচ্ছা করলেই পারবেন না। এটি ব্রেইনের ভেতরের সিগন্যালের উপর নির্ভর করে।
৩. জীবনকালে আপনার আপনি ৩ বিলিয়ন বার হার্টবিট প্রডিউস করতে পারেন।
২. আপনার Lungs শ্বাস প্রশ্বাসের সময় অনেক জায়গা নেই। Lungs এর সারফেস এরিয়ে একটি ছোট টেনিস কোর্টের সমান।
১. প্রতিটি মানুষের জিহবা ভিন্ন। অনেকটা হাতের ছাপের মত জিহ্ববা এর ছাপও সম্পুনর্ ভিন্ন।
কি? আগে কি জানতেন এসব তথ্য? মানবদেহ আসলেই এক জটিল যন্ত্র। ভাল লাগলে আর যদি শিক্ষামুলক হয়, তাহলে শেয়ার করবেন। সামনে নিয়ে আসব এরকম আরো না জানা অনেক ব্যাপার নিয়ে পোস্ট এই বিভাগে।

ঔষধি গাছ সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন ।

একটি মন্তব্য পোস্ট করুন

-
namaj.info bd news update 24 short film bd _Add
.

নিজে সুস্থ থাকি , অন্যকে সুস্থ রাখি । সাস্থ্য ও চিকিৎসা বিষয়ে যে কোন প্রশ্ন থাকলে জানাতে পারেন ! ফোন : 01951 53 53 53 ( BD Time 10AM - 5PM )
হোমিওপ্যাথি বিডি.কম একটি ফ্রী হোমিওপ্যাথি চিকিৎসার জন্য তৈরী বাংলা ব্লগ সাইট ।
হোমিওপ্যাথি বিডি.কম ওয়েবসাইটের প্রকাশিত কোনও লেখা, সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে।