• homeopathybd

পার্লি পেনাইল প্যাপিউলস – pearly penile papules

পার্লি পেনাইল প্যাপিউলস - pearly penile papulesপার্লি পেনাইল প্যাপিউলস (pearly penile papules) হল লিঙ্গমুন্ডের সাথে যেখানে লিঙ্গের বাকি অংশ যুক্ত থাকে ঠিক সেই অংশে (corona of glans) লিঙ্গের পরিধি বরাবর লাইন দিয়ে অবস্থিত ছোট ছোট খানিকটা লম্বাটে কিছু গুটির সমষ্টি। এই গুটিগুলো এক থেকে তিন মিলিমিটার পর্যন্ত লম্বা হতে পারে। এই গুটিগুলো দেখতে মসৃণ ও গম্বুজাকৃতির হয় এবং প্রত্যকটি গুটির সাইজ মোটামুটি একই হয়। পার্লি পেনাইল প্যাপিউলস ক্ষতিকারক বা ছোঁয়াচে কোন রোগ নয়। পৃথিবীতে গড়ে ২ শতাংশ পুরুষদের পুরুষাঙ্গে এইরূপ প্যাপিউলস দেখা যায়। এর ফলে যৌনসঙ্গমে  খুব বেশী কোন অসুবিধা হয়না। তবে যদি  প্যাপিউসলগুলি দূর করতে চান তবে তার  উপায় কার্বন-ডাই-অক্সাইড লেজার সার্জারী। কিন্তু এই সার্জারী খরচাসাপেক্ষ ও বেদনাদায়ক। এছাড়াও রয়েছে তরল নাইট্রোজেন ব্যবহার করে সার্জারী। এইধরনের অপারেশন করতে হলে কোন ভাল ডার্মাটোলজিস্টের সাথে যোগাযোগ করুন। তবে আমাদের উপদেশ হল যে ওইসব সার্জারী করার কোন প্রয়োজন নেই, কারণ ওই প্যাপিউলসগুলো থাকলে আপনার বা আপনার সঙ্গিনীর কোন ক্ষতি হবেনা।  আপনার সঙ্গিনী যদি ওইগুলো দেখে চিন্তিত হোন তবে পার্লি পেনাইল প্যাপিউলসের চিকিৎসা নিন । যদি সঙ্গিনী আপনাকে সত্যিই ভালবাসেন তবে তিনি কেবল পার্লি পেনাইল প্যাপিউলসগুলির জন্য আপনাকে ছেড়ে যাবেন না। পাশের চিত্রে পার্লি পেনাইল প্যাপিউলসযুক্ত পুরুষাঙ্গের একটি অংশের দৃশ্য দেখানো হয়েছে। পার্লি-পেনাইল-প্যাপিউলস পার্লি পেনাইল প্যাপিউলসযুক্ত পুরুষাঙ্গ। কিছু কিছু ক্ষেত্রে পার্লি পেনাইল প্যাপিউলসগুলোকে জেনিটাল ওয়ার্টসের (যৌনাঙ্গে এইচ.পি.ভি. ভাইরাসের সংক্রমণের ফলে সৃষ্টি আঁচিল) সাথে গুলিয়ে ফেলার সম্ভাবনা থাকে। তবে জেনিটাল ওয়ার্টস সাধারণত দেখতে অমসৃণ এবং এক একটি গুটির আকার-আয়তন একেক রকম হয়। সময়ের সাথে ওয়ার্টসগুলির সাইজও পরিবর্তিত হয়। এছাড়াও মলাসকাম কনটাজিওসাম (molluscum contagiosum) নামে একধরণের ভাইরাসের সংক্রমণের ফলেও ত্বকের বিভিন্ন স্থানে এবং যৌনাঙ্গে ছোট ছোট গুটি হতে পারে। পার্লি পেনাইল প্যাপিউলস – pearly penile papules এর হোমিওপ্যাথিতে ভালো চিকিৎসা আছে । চিকিৎসার জন্য যোগাযোগ করুন

ঔষধি গাছ সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন ।

Leave a comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।


*


namaj.info bd news update 24 short film bd _Add
.
*** নিজে সুস্থ থাকি , অন্যকে সুস্থ রাখি । সাস্থ্য ও চিকিৎসা বিষয়ে যে কোন প্রশ্ন থাকলে জানাতে পারেন ! হোমিওপ্যাথি বিডি.কম একটি ফ্রী হোমিওপ্যাথি চিকিৎসার জন্য তৈরী বাংলা ব্লগ সাইট । ***