চাকুন্দা

চাকুন্দা-toraঅন্যান্য নাম: চাকুন্দে, চেকান্দা।
বৈজ্ঞানিক নাম: Senna tora

Kingdom (রাজ্য): Plantae
Order (বর্গ) : Fabales
Family (গোত্র) : Fabaceae
Genus (গণ) : Senna
Species: (প্রজাতি) : S. tora

Fabaceae গোত্রের অন্তর্গত Senna গণের বর্ষজীবী উদ্ভিদ। বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কায় এই গাছ প্রচুর দেখা যায়।
এর পত্রিকা ১-১.৫ ইঞ্চি পরিমিত হয়। পাতাগুলো কোমল লোমযুক্ত। কাণ্ডের দুই দিকে পাতাগুলো থাকে। পাতার অগ্রভাগ প্রায় গোলাকার।

বাংলাদেশে আমাদের আশে পাশে এটি অযত্নে অবহেলায় বেড়ে উঠে। হেমন্তকালে এটি সাধারণত ফুল দেয়। লোক চিকিৎসায় এটি ব্যবহার হতে দেখা যায়। এটি কৌষ্ঠ্যকাঠিন্য রোগে ব্যবহৃত হয়। অঞ্চলবিশেষে এটি চেকান্দা নামে পরিচিত। এর পাতা আম আঁটির ভেঁপু বানাতে কাজে লাগানো যায়। গাছটি ন্যূনাধিক দু-তিন ফুট উঁচু হয়।

বর্ষাকালে পুষ্পবৃন্তে ছোট ও জোড়া জোড়া ফুল ফোটে। ফুলের রঙ পীত। শীতকালে শুঁটি আকারে ফল ধরে। .৫ ইঞ্চি লম্বা শুঁটিতে অনেক চ্যাপ্টা বীজ দেখা যায়। এই উদ্ভিদ দাদের ঔষধ হিসেবে ব্যবহৃত হয়। এই কারণে সংস্কৃতিতে এর নাম চক্রমর্দ বা দাদনাশক।

homeopathybd
ঔষধি গাছ সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন ।

Leave a comment

online partners namaj.info bd news update 24 _Add
.