Q & A সম্পর্কে প্রাথমিক ধারনা, দয়া করে যত্ন সহকারে পড়ুন

1. Q&A কি, কেন, কিভাবে কাজকরে ?

Q&A বাংলাভাষায় উন্মুক্ত প্রশ্ন-উত্তর প্লাটফরম, সর্ববৃহৎ ও সবচেয়ে জনপ্রিয় প্রশ্ন-উত্তর বিষয়ক সোসিয়াল মিডিয়া ও অনলাইন কমিউনিটি
যেকোন প্রশ্নের উত্তর, সমাধান এবং নতুন ধারনা পেতে Q&A তে যে কেউ প্রশ্ন করতে পারেন এবং এর ব্যবহারকারী কাছ থেকে উত্তর পেতে পারেন,
আপনি একাউন্ট না খুলেও Q&A তে প্রশ্ন-উত্তরের জন্যে অংশ নিতে পারেন!

2. কিভাবে একাউন্ট খুলব ?

১। সাইটের ডান পাশে উপরে “একাউন্ট খুলুন” লিঙ্ক টি ভিসিট করুন বা এই লিঙ্কে যান একাউন্ট খুলুন

২। এরপর আপনার পছন্দ মত ইউসারনেম এবং নিজের ইমেইল ঠিকানা দিন এবং রেজিস্টার বাটন ক্লিক করুন
৩। এরপর আপনার ইমেইল চেক করুন –  ইউসারনেম ও পাসওয়ার্ড পাওয়ার জন্য ।
৪। পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন ।
আপনার সোসাল চলমান একাউন্ট ব্যবহার করে সময় বাঁচান । নিবন্ধন অথবা লগইন করুতে পারবেন ।

 

3. কিভাবে প্রশ্ন করব ?

আপনি খুব সহজেই একটি প্রশ্ন করতে পারেন
এর জন্যে “Ask Question“এ ক্লিক করে প্রশ্ন করার নতুন পেইজ খুলতে হবে এরপর শুধুমাত্র প্রশ্নটি “আপনার প্রশ্নটি এই বক্সে লিখুন:” বক্সের মধ্যে লিখুন উপযুক্ত বিভাগ নির্বাচন করুন
প্রশ্ন সম্পর্কিত কিছু ট্যাগ দিন
এবং আরো বিস্তারিত লিখতে চাইলে “আপনার সমস্যা বিস্তারিত ভাবে এই বক্সে লিখুন:” বক্সের মধ্যে বিস্তারিত ভাবে লিখুন
সব শেষে “Ask Question” বাটন টি ক্লিক করুন ।

4. কিভাবে উত্তর দিব ?

উত্তর প্রদান খুবই সহজ কাজ !
এরজন্যে আপনাকে একটি প্রশ্নের পেইজ ভিসিট করতে হবে এবং প্রশ্নের ঠিক নিচে “Answer this Question” নামে একটি বক্স পাবেন এই বক্স আপনার উত্তর লেখার জন্যে ।
আপনার উত্তরটি খুব সুন্দর করে লেখা হয়ে গেলে “Add Answer” নামে বাটন টি ক্লিক করুন ।

Leave a Reply