সিমকার্ড পুনরায় নিবন্ধন করতে হবে যেভাবে !

MOBILE-REGISTRATIN

নিবন্ধিত ও অনিবন্ধিত সব সিমকার্ড পুনরায় নিবন্ধন করতে হবে বলে জানিয়েছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। আর এ নিয়ে দুঃশ্চিন্তার কিছু নেই।

বেশিরভাগ ব্যবহারকারী সঠিক তথ্য না দিয়েই সিম নিবন্ধন করে ব্যবহার করছেন। ফলে এতে ব্যবহারকারীদের নিরাপত্তার প্রশ্নে যেমন ঝুঁকি আছে, তেমনিভাবে অপরাধীরা আরো বেশি অপরাধপ্রবণ হয়ে ওঠাসহ নিজেদের পরিচয় গোপন করে অনাকাক্সিক্ষত পরিস্থিতি তৈরি করবে এমন সম্ভাবনাও বাড়ছে। ফলে নিবন্ধনের ক্ষেত্রে সঠিত তথ্য নিশ্চিত করার বিষয়টি অত্যন্ত যৌক্তিক।

জেনে নিন এসএমএস এর মাধ্যমে যেভাবে নিবন্ধন করবেন আপনার সিম :

এয়ারটেল, বাংলালিংক, গ্রামীণফোন, রবি এবং টেলিটক গ্রাহকরা নিচের নিয়মে নিবন্ধন করবেন।

এছাড়া স্ব-স্ব মোবাইল কোম্পানির ওয়েব সাইট বা হেল্পলাইন থেকেও সহায়তা নিতে পারেন।

homeopathybd
ঔষধী গাছ

Leave a comment

namaj.info bd news update 24 short film bd _ Add
. -
*** নিজে সুস্থ থাকি , অন্যকে সুস্থ রাখি । সাস্থ্য ও চিকিৎসা বিষয়ে যে কোন প্রশ্ন থাকলে জানাতে পারেন ! হোমিওপ্যাথি বিডি.কম একটি ফ্রী হোমিওপ্যাথি চিকিৎসার জন্য তৈরী বাংলা ব্লগ সাইট । ***